তালাকের পর এই প্রথম অপু গেলেন শাকিবের কাছে
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের তালাক কার্যকর হয়েছে গত ১২ মার্চ। শাকিব তখন ছিলেন কলকাতায়। এখনও রয়েছেন সেখানেই। ‘ভাইজান এলো রে’ ছবির শুটিং করছেন তিনি। বিয়ে বিচ্ছেদের পর ছুটি কাটাতে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে অপু বিশ্বাস গিয়েছেন কলকাতায়।
সেখানেই জয়ের সঙ্গে দেখা হয়েছে শাকিবের। সেখানে ‘ভাইজান এলো রে’ ছবির নায়িকা শ্রাবন্তীর সঙ্গেও দেখা হয় অপুর। জয়কে কোলে নিয়ে খুনসুটিতে মাতেন এই নায়িকা। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সব কলাকুশলীই যেন আনন্দে মেতে উঠেন সে সময়। সেসব ছবি এসকে মুভিজের ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে শ্রাবন্তী, জয় আর অপু বিশ্বাসও ছবি তোলেন এক সঙ্গে।
শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে মুঠোফোনে বলেন, “আমার সন্তান জয়কে পেয়ে ‘ভাইজান এলো রে’ ছবির পুরো ইউনিট অনেক আনন্দিত হয়েছে। জয়কে দেখে কী যে আনন্দিত হয়েছি তা বোঝাতে পারবো না। জয় আসাতে আমার আনন্দের সীমা নেই।”
“শুটিংয়ের কারণে জয়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। সবাই আমার সন্তান জয়ের জন্য দোয়া করবেন,” যোগ করেন শাকিব।
তবে, অপু বিশ্বাসকে নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি।
উল্লেখ্য, শুটিং শেষে আগামী ২১ মার্চ কলকাতা থেকে ঢাকায় ফিরবেন শাকিব খান। ফিরেই পরিচালক ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং শুরু করবেন তিনি। এই ছবিতে অনেকদিন পর মিশা সওদাগরের সঙ্গে অভিনয় করবেন আলোচিত এই নায়ক।
Comments