‘পরিবর্তন’-এ ৫ বিশেষ দিবস
বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ২২তম পর্ব প্রচারিত হবে আজ (১৯ মার্চ) রাত ৮টা ৫০ মিনিটে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে। পাঁচটি বিশেষ দিবস তুলে ধরা হবে অনুষ্ঠানটির আজকের পর্বে।
‘পরিবর্তন’ ম্যাগাজিনটি উপস্থাপনা, পরিকল্পনা, গ্রন্থনা এবং নির্দেশনা করেছেন আনজাম মাসুদ। স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক নারী দিবস, জাতীয় শিশু দিবস, জাতীয় পতাকা উত্তোলন দিবস এবং জাতীয় পাট দিবসকে নিয়ে বিভিন্ন আয়োজন থাকছে এবারের ‘পরিবর্তন’-এ।
নারী দিবস নিয়ে দেলোয়ার আরজুদা শরফের লেখা সুজন এবং আরিফের সুর ও সংগীতে একটি গান গাইবেন টিনা মোস্তারি, বৃষ্টি, রুমানা ইতি এবং লাবণী। প্রয়াত বারী সিদ্দিকীর কন্যা এলমা সিদ্দিকী বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরায়েজীর কথায় এবং প্লাবন কোরেশীর সুরে একটি গান গাইবেন।
খায়রুল ওয়াসী গাইবেন ‘দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি’ শিরোনামে একটি লোকগান। গানটির সংগীতায়োজন করেছেন জাহিদ বাশার পংকজ।
মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশপ্রেম ও দেশের অগ্রযাত্রা নিয়ে গাওয়া তিনটি গানের অংশ বিশেষের সাথে আবু নাঈম এর পরিচালনায় নৃত্য পরিবেশন করবেন নাঈম এবং মন্দিরা। ‘পরিবর্তন’ অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাহরিয়ার মোহাম্মদ হাসান।
Comments