বুলগেরিয়ায় শুটিং সেটে আহত আলিয়া ভাট

Alia Bhat
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট বুলগেরিয়ায় পরিচালক আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে পড়ে গিয়ে আহত হয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়। ছবি: সংগৃহীত

বুলগেরিয়ায় পরিচালক আয়ান মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং সেটে পড়ে গিয়ে আহত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।

ট্যাবলয়েট পত্রিকা ডিএনএ এর বরাত দিয়ে আজ (২০ মার্চ) ভারতীয় গণমাধ্যম জানায়, শুটিং সেট থেকে পড়ে গিয়ে আলিয়া তাঁর ডান হাত এবং কাঁধে ব্যথা পেয়েছেন। চিকিৎসকরা তাঁকে ১৫ দিন পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।

‘ব্রহ্মাস্ত্র’ টিমের সূত্রের বরাত দিয়ে ডিএনএ জানায়, “শুটিং করার সময় আলিয়া পড়ে গেলে তাঁর ডান হাত ও কাঁধে ব্যথা পান। হাতের এক জায়গায় চাপ লেগেছে। ফলে তিনি প্রচণ্ড ব্যথার মধ্যে রয়েছেন।”

আলিয়ার ডান হাতে বেন্ডেজ করা হয়েছে। এভাবে তাঁকে আগামী ১৫ দিন থাকতে হবে বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

বুলগেরিয়ায় ছবিটির শুটিং চলতি মাসের শেষ অবদি চলার কথা ছিল। কিন্তু, আলিয়া আহত হওয়ায় নতুন সিডিউল নিয়ে ভাবতে হচ্ছে পরিচালককে।

উল্লেখ্য, ‘ব্রহ্মাস্ত্র’-এ আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এতে আরও অভিনয় করছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। ছবিটি আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Barishal University VC, pro-VC, treasurer removed

RU Prof Mohammad Toufiq Alam appointed interim VC

1h ago