পদত্যাগ হ্যালসলের, গ্রহণ করল বিসিবি
নিদহাস ট্রফির আগে গুঞ্জন ছিল বাধ্যতামূলক ছুটিয়ে পাঠানো হয়েছে জাতীয় দলের সহকারি কোচ রিচার্ড হ্যালসলকে। সে সময় হ্যালসলের ব্যাপারে খোলাসা না করতে চাইলেও আজ (মঙ্গলবার) বিসিবি জানিয়েছে এই কোচ পদত্যাগ করেছেন, আর তা গ্রহণও করেছে বোর্ড।
প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীর বরাত দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছেন 'হ্যালসল আনুষ্ঠানিক পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তিনি পরিবারকে সময় দিতে চেয়েছেন। আমরা তার পারিবারিক অবস্থার কথা বিবেচনা করে পদত্যাগপত্র গ্রহণ করেছি।'
হ্যালসল বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জানিয়ে সিইও বলেন, 'গত চার বছরের দলের সাফল্যে ভূমিকা ছিল তার। হ্যালসনের জন্য তাই শুভ কামনা জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড।'
সংবাদ বিজ্ঞপ্তিতে হ্যালসলের বক্তব্য যুক্ত করেছে বিসিবি। সদ্য সাবেক হওয়া এই সহকারি কোচ জানিয়েছে, 'চার বছর বাংলাদেশ দলের সঙ্গে কাজ করতে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ। আমি দারুণ সব সহকর্মী পেয়েছি এই হয়ে। যা আমার ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করেছে।'
তার কাজের সময়কালে ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া সাফল্যের স্মৃতি স্মরণ করেছেন তিনি।
তবে হ্যালসলের দায়িত্ব ছাড়ার ব্যাপারে নিদহাস কাপের আগেই দেশের একটি জাতীয় দৈনিকে খবর বেরোয়, ক্রিকেটাররা তার ব্যাপার নালিশ করেছেন বোর্ডে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের দ্বন্দ্ব লাগাতেও নাকি ভূমিকা ছিল এই কোচের। এমন খবরের মধ্যেই শ্রীলঙ্কায় নিদহাস কাপের আগে হুট করে হ্যালসলের ছুটিয়ে যাওয়ার খবর আসে। সেসময়ই শোনা যাচ্ছিল বিসিবি আর রাখবে না এই সহকারি কোচকে।
Comments