‘ড্যান্স ফিল্মে’ ক্যাটরিনা কাইফ ও বরুণ ধাওয়ান

Varun Dhawan and Katrina Kaif
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা বরুন ধাওয়ান। ছবি: সংগৃহীত

পরিচালক-কোরিওগ্রাফার রেমো ডি’সুজার নতুন চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং অভিনেতা বরুন ধাওয়ান।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ক্যাটরিনা “ভারতের এই প্রকৃত ড্যান্স ফিল্মে” অভিনয় করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছেন।

‘জিন্দেগি না মিলেগি দোবার’-খ্যাত ক্যাটরিনা গণমাধ্যমকে বলেন, “রেমোর সঙ্গে কাজ করতে যাচ্ছি বলে আমি ভীষণ আপ্লুত।… এ নিয়ে বরুণের আবেগও অসাধারণ। নতুন নতুন জাদু দেখাতে পারঙ্গম সে। কবে যে ছবিটির কাজ শুরু হবে আমি সেই অপেক্ষাতেই রয়েছি।”

ছবিটির নাম উল্লেখ করা না হলেও খবরে প্রকাশ, এটি প্রযোজনা করবেন টি-সিরিজের ভূষণ কুমার।

এর আগে বরুণ পরিচালক রেমোর সঙ্গে “এবিসিডি টু” চলচ্চিত্রতে কাজ করেছিলেন। রেমোর নুতন কাজে অন্তর্ভূক্ত হওয়ায় বেশ খুশি বরুণও। তিনি বলেন, “রেমোর সঙ্গে আগেও কাজ করেছি। তবে এবার কাজ করবো ভারতের সবচেয়ে বড় ড্যান্স ফিল্মে।”

আশা করা হচ্ছে, এ বছরেই ছবিটির শুটিং শুরু হবে এবং তা ২০১৯ সালের ৮ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।

তথ্যসূত্র: ডেকান হেরাল্ড

Comments

The Daily Star  | English

US issues 'worldwide caution' for Americans over Mideast conflict

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago