প্রীতি ম্যাচে রাশিয়াকে উড়িয়ে দিল ব্রাজিল
বিশ্বকাপের দামামা বেজে গেছে এরমধ্যে। আর মাস দুয়েক পরই রাশিয়ায় বসবে দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া উৎসব। তার আগে ওয়ার্মআপ সেরে নিচ্ছে দলগুলো। সেরকমই একটি গা গরমের ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
শুক্রবার রাতে রাশিয়ার মস্কোতে ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে নেইমারবিহীন ব্রাজিল প্রধামার্ধ্বে কোন গোল পায়নি। ম্যাচের ৪ মিনিটেই সুযোগ পেয়েছিলেন ম্যানচেস্টার সিটির তারকা গ্যাব্রিয়েল জেসুস। মার্সেলোর কাছ থেকে বল পেয়েও ঠিকঠাক কাজে লাগাতে পারেননি তিনি। ৯ মিনিটে সামেদোব স্বাগতিকদের হয়ে সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু তার নেওয়া ফ্রিক কিক নিশানা পায়নি। এর মিনিট তিনেক পর আবার জেসুস হাতছাড়া করেন গোলের সুযোগ।
প্রথম ভাগে আরও কয়েকটি সুযোগ হারায় দুদলই। দ্বিতীয়ার্ধে আরও ধারালো ব্রাজিলিয়ানদের আক্রমণ। তাতে বারবার নাজেহাল হয়ে পড়ে রাশিয়ান ডিফেন্স। ৪৮ মিনিটে ডগলাস কস্টার কারিকুরির পর উইলিয়ানের পাস থেকে বল পেয়ে বারে শট নিয়েছিলেন পাওলিনয়ো। কিন্তু তার শট ঠেকিয়ে দেন রাশান গোলকিপার আকিনফেভ। এর মিনিট পাঁচেক পরই হেসেছে ব্রাজিল। উইলিয়ানের ক্রস থেকে বল জালে পাঠিয়ে দেন মিরান্দা।
৬২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন বার্সেলোনা তারকা ফিলিপ কৌতিনয়ো। তিন মিনিট পরই আরেক গোল। অনেকগুলো সুযোগ নষ্ট করার পর এবার বল জালে ঢুকান পাওলিনয়ো।
ম্যাচের বাকি অংশে তেমন একটা উত্তাপ ছিলো না। জয় নিশ্চিত ধরে নিয়ে দলের সেরা তারকাদের তুলে নেন ব্রাজিল কোচ তিতে।
Comments