শাহজালালে ইউএস-বাংলার উড়োজাহাজের জরুরি অবতরণ
ঢাকা থেকে মালয়েশিয়াগামী ইউএস-বাংলার একটি উড়োজাহাজ আজ সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের ১৫ মিনিটের মাথায় ঢাকায় ফিরে এসে উড়োজাহাজটি অবতরণ করে।
ইউএস-বাংলার একজন মুখপাত্র দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল পৌনে ৯টায় বিমানটি রানওয়ে ছাড়ার পর পাইলট যান্ত্রিক গোলোযোগের একটি “ভুল বার্তা” পান। এর পরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি ফিরে এসে জরুরি অবতরণ করে।
কামরুল ইসলাম আরও বলেন, জরুরি অবতরণের পর উড়োজাহাজটি বিশদভাবে পরীক্ষা করে দেখা হয়েছে। এতে কোনো গোলোযোগ ধরে পড়েনি। অল্প সময়ের মধ্যে এটি আবার গন্তব্যের উদ্দেশে রওনা দিবে।
সর্বশেষ খবর অনুযায়ী, বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার পর পৌনে ১২টার দিকে ১৬৪ জন যাত্রীসহ উড়োজাহাজটি আবার তার যাত্রা শুরু করেছে।
গত ১২ মার্চ ঢাকা থেকে কাঠমান্ডুগামী ইউএস-বাংলার একটি উড়োজাহাজ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে ৫১ জন নিহত হন। নিহতদের মধ্যে ২৬ জন বাংলাদেশি নাগরিক।
Comments