সংযুক্ত জমজ রোকেয়া-রাবেয়া

দুই শরীর, দুই প্রাণ, দুটি জীবন, কিন্তু মাথার কাছে একে অপরের সাথে সংযুক্ত, এ যেন প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় কনজয়েনড টুইন্‌স বা সংযুক্ত জমজ।

দুই শরীর, দুই প্রাণ, দুটি জীবন, কিন্তু মাথার কাছে একে অপরের সাথে সংযুক্ত, এ যেন প্রকৃতির এক বিচিত্র সৃষ্টি। চিকিৎসা শাস্ত্রে একে বলা হয় কনজয়েনড টুইন্‌স বা সংযুক্ত জমজ।

ঠিক এমনই জমজ শিশুর জন্ম দিয়েছেন পাবনার এক প্রাইমারি স্কুলের শিক্ষক দম্পতি রফিকুল ও তসলিমা।

রফিকুল জানান, প্রসবের আগেও বোঝা যায়নি শিশুদুটি সংযুক্ত। জন্মের পর তারা শিশুদুটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো এবং কসমেটিক সার্জারি বিভাগ, এই দুই শিশু, রোকেয়া এবং রাবেয়াকে অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করার চেষ্টা চালাচ্ছেন।

বাংলাদেশে এমন অস্ত্রোপচার প্রথম হলেও এই চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন চিকিৎসকরা।  

আমরা দ্যা ডেইলি স্টারের পক্ষ থেকে রোকেয়া ও রাবেয়ার সফল অস্ত্রোপচারের কামনা করি, তাদের পরবর্তী অবস্থা জানতে চোখ রাখুন স্টার লাইভে।

Comments