ময়মনসিংহে ভবনে বিস্ফোরণে কুয়েট ছাত্র নিহত

ময়মনসিংহের ভালুকায় বিস্ফোরণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন দগ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার দিবাগত মধ্যরাতের পর ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
নিহত তৌহিদ কুয়েটের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বগুড়ায়। ময়মনসিংহ টেক্সটাইল মিলে ইন্টার্ন হিসেবে তিনি কাজ করছিলেন।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে ছয়তলা ভবনটির তৃতীয় তলায় বিস্ফোরণ হয়। এতে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে একজনের লাশ উদ্ধার করে।
বিস্ফোরণে আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা হলেন, সিরাজগঞ্জের শাহীন, নওগাঁর হাফিজ ও মাগুরার দীপ্ত সরকার। এদের মধ্যে হাফিজ ও দীপ্তকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে তাদের ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ডাক্তার সুনন্দ সেন জানান, হাফিজ ও দীপ্তের অবস্থা সংকটজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
Comments