ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেটের রেকর্ড রশিদের

Rashid Khan
রশিদ খান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রায় প্রতি ম্যাচেই মুড়ি মুড়কির মতো উইকেট নিচ্ছিলেন রশিদ খান। যে দুর্বার গতিতে ছুটছিলেন আফগানিস্তানের এই লেগ স্পিনার তাতে এই রেকর্ড গড়া ছিল সময়ের ব্যাপার। হলো তাই। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছার অনন্য রেকর্ড গড়েছেন তিনি।

বিশ্বকাপ বাছাইপর্বে আগের ম্যাচেই পৌঁছে গিয়েছিলেন ৯৯ উইকেটে। বাছাইপর্বের ফাইনালে রোববার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছুঁলেন উইকেটের তিন অঙ্ক। ওয়েস্ট ইন্ডিজের শাই হোপকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে ইতিহাসের পাতায় প্রবেশ করলেন তিনি।

১০০ উইকেট নিতে রশিদের লেগেছে মাত্র ৪৪ ম্যাচ। তার আগে রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের দখলে। স্টার্কের লেগেছিল ৫২ ম্যাচ। বেশ খানিকটা এগিয়ে থাকা রশিদ প্রায় অসম্ভব জায়গায় নিয়ে গেলেন নিজের রেকর্ড।

স্টার্কের পরের জায়গায় পাকিস্তানের সাকলায়েন মোশতাক। স্টার্কের আগে এই অফ স্পিনার মাত্র ৫৩ ম্যাচে ১০০ উইকেট নিয়ে ছিলেন এক নম্বরে। এক সময় তার রেকর্ড ভাঙাও মনে হচ্ছিল প্রায় অসম্ভব।

কেবল কম ম্যাচ সংখ্যায় নয়। বয়সের দিক থেকেও রেকর্ড গড়েছেন তিন। ১০০ উইকেট স্পর্শ করার দিনে এই লেগ স্পিনারের অফিসিয়াল বয়স ছিল ১৯ বছর ১৮৬ দিন।

২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় রশিদের। প্রথম ৫০ উইকেট নিতে তার লেগেছিল ২৬ ম্যাচ। পরের ৫০ পূর্ণ করলেন মাত্র ১৮ ম্যাচে।

ওয়ানডেতে রশিদ খান আছেন র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে।

 

Comments

The Daily Star  | English

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

Now