মাদরাসাগুলোকেও জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করতে হবে: হাইকোর্ট
মাদরাসাগুলোকেও জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করতে হবে এ সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন এবং বিচারপতি মোহাম্মদ আতাউর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ (২৭ মার্চ) এই আদেশ দেন।
আদেশে বলা হয়, প্রাসঙ্গিক নিয়মের আওতায় মাদরাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করবে।
একজন মাদরাসা শিক্ষক নূরুল ইসলাম মিয়া এবং ঢাকার কদমতলীর একজন বাসিন্দা মনির হোসেন স্বাধীন শেখ গত সপ্তাহে এক রিট আবেদনে বলেন, মাদরাসাগুলো ইসলামী শরীয়া আইন অনুযায়ী চলে বিধায় তারা জাতীয় সংগীত প্রতিযোগিতার আয়োজন করতে বাধ্য নয়।
আবেদনকারীদের আইনজীবী এডভোকেট তৈমুর আলম খন্দকার দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী মাদরাসা শিক্ষার্থীরা জাতীয় সংগীত প্রতিযোগিতায় অংশ নিতে বাধ্য থাকবে।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে মাদরাসাসহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় সংগীতের প্রতিযোগিতা আয়োজন করতে বলা হয়।
Comments