২৯ মার্চ থেকে বন্ধ থাকবে এইচএসসির কোচিং সেন্টার
আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে আগামী ২৯ মার্চ থেকে যেসব কোচিং সেন্টার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করে সেগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে আজ (২৭ মার্চ) দ্য ডেইলি স্টারকে বলেন, যতদিন এইচএসসি পরীক্ষা চলবে ততদিন কোচিং সেন্টারগুলো বন্ধ থাকবে।
এ বিষয়ে শিক্ষামন্ত্রী আগামীকাল সংবাদ সম্মেলন করবেন বলেও যোগ করেন তিনি।
তিনি জানান, পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্রের সেক্রেটারিরা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে সেক্রেটারিরা স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না। তাঁরা শুধুমাত্র ফিচার ফোন ব্যবহার করতে পারবেন।
“এবারই প্রথম পরীক্ষার প্রশ্নপত্র নিরাপত্তা টেপ দিয়ে মোড়ানো থাকবে। তৃতীয় কোন পক্ষ যেন তা খুলে আবার সিল দিয়ে আটকাতে না পারে সে জন্যে এই ব্যবস্থা নেওয়া হয়েছে,” যোগ করেন সেই কর্মকর্তা।
উল্লেখ্য, সারাদেশে আগামী ২ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নের সেট ঠিক করা হবে।
এসএসসির মতো এইচএসসি পরীক্ষার্থীদেরকেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষা হলে প্রবেশ করতে হবে।
Comments