জন্মদিনে শাকিব খানের চ্যানেল
শাকিব খানের জন্মদিন আগামীকাল (২৮ মার্চ)। নিজের জন্মদিনে ভক্তদের জন্য অন্যরকম চমক নিয়ে আসছেন তিনি।
সেদিন ইউটিউবে উন্মোচিত হবে ‘শাকিব খান অফিসিয়াল’ নামে একটি চ্যানেল। বঙ্গবিডি থেকে অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি প্রকাশ করতে যাচ্ছেন ঢালিউডের এই শীর্ষ অভিনেতা।
কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বঙ্গবিডি সূত্রে জানা যায়, শাকিব খান তাঁর নতুন ছবিগুলোর কিছু ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন। সেই ছবিগুলোই চ্যানেলটিতে আপলোড করা হবে।
ছবির গান যুক্ত করার পাশাপাশি শাকিব খানের স্মরণীয় কিছু কাজও থাকবে চ্যানেলটিতে।
আগামীকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শাকিব খানের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে বলেও সূত্রে উল্লেখ করা হয়।
Comments