চাঁদের সেঞ্চুরিতে মাশরাফিদের হারালো শেখ জামাল
ভারতীয় ব্যাটসম্যান উন্মুক্ত চাঁদ আগের ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন, জিতেছিল তার দল। এবার একই কাজ করলেন। তার সেঞ্চুরিতে এবার টেবিলের এক নম্বর দল আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ জমিয়ে তুলেছে শেখ জামাল ধানমন্ডি।
মঙ্গলবার ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে ২৫৭ মাঝারি লক্ষ্য দিয়েও ২৬ রানে ম্যাচ জিতেছে শেখ জামাল। ২৩০ রানে গুটিয়ে যাওয়া আবাহনীর ইনিংসের হন্তারক ছিলেন পেসার আবু জায়েদ রাহি ও রবিউল হক।
টস জিতে শেখ জামালকে আগে ব্যাট করতে পাঠিয়েছিল আবাহনী। ব্যাটিং পেয়ে দারুণ শুরু পায় শেখ জামাল। দুই ওপেনার সৈকত আলি আর উন্মুক্ত চাঁদ গড়েন ৯০ রানের জুটি।
মেহেদী হাসান মিরাজের বলে সৈকত স্টাম্পড হলে ভাঙে এই জুটি। তার আগে ৫৫ বলে ৫৬ করেন তিনি। তৃতীয় উইকেট ফের আরেকটি জুটি পান চাঁদ। তানবীর হায়দারকে নিয়ে গড়েন ৮১ রানের জুটি। এক পর্যায়ে ৩ উইকেটে ২১১ তে চলে গিয়েছিল তারা। দেখাচ্ছিল বড় স্কোরের আশা।
১০১ করা চাঁদকে নিজের বলে ক্যাচ বানিয়ে মাশরাফি মর্তুজা খেলায় ফেরান আবাহনীকে। শেষ দিকে তাই ধসে পড়ে শেখ জামালের ইনিংস। তাতে ৩ উইকেট মাশরাফির। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ২৫৬ তে।
এক বোলার বেশি খেলানোয় এই ম্যাচে বাইরে ছিলেন আবাহনীর নিয়মিত ওপেনার সাইফ হাসান। মাঝারি লক্ষ্য দেখে ওপেন করতে নেমে যান মাশরাফি। স্পিনারদের বিপক্ষে দ্রুত কিছু রান তোলার চেষ্টায় কাজে লাগেনি এই বাজি। ৭ বলে এক চারে ৮ করা ওপেনার মাশরাফিকে ফেরন আবু জায়েদ। ওয়ানডাউনে নামা নাজমুল হোসেন শান্তকে কোন রান করার আগেই ফিরিয়ে দেন জায়েদ। ইনফর্ম মোহাম্মদ মিঠুনের উইকেটও নেন জায়েদ।
আগের পেসার রবিউল হক আউট করেন আগের ম্যাচে আবাহনীর সেঞ্চুরিয়ান হনুমা ভিহারিকে। শেষ দিকে মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ আর তাসকিন আহমেদও করেছিলেন দরকারি রান। তবে তা লক্ষ্যে পৌঁছানোর মতো যথেষ্ট হয়নি।
এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এল নুরুল হাসান সোহানের দল। হারলেও ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আবাহনী।
Comments