স্মিথ ও ওয়ার্নার এক বছর, নয় মাস নিষিদ্ধ বেনক্রফট
বল টেম্পারিংয়ের ঘটনায় স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ক্যামেরন বেনক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
বুধবার এই তিন ক্রিকেটারকে দেশে পাঠানোর দিনেই সাজার কথা জানায় সিএ। সম্পৃক্ততা না পাওয়ায় কোন সাজা দেওয়া হয়নি কোচ ড্যারেন লেম্যানকে। তিন ক্রিকেটার নিষিদ্ধ থাকছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। তবে ক্লাব পর্যায়ে ক্রিকেটে খেলতে পারবেন। আইপিএলেও খেলার ছাড়পত্র পাবেন না তারা। ফলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ছেন তারা।
আইপিএলে স্মিথকে আগেই অধিনায়ক পদ থেকে থেকে সরিয়ে দেয় রাজস্থান রয়্যালস। ওয়ার্নারকে সরিয়ে দেয় সানরাজার্স হায়দরাবাদ।
বল টেম্পারিং করার ইতিহাসে সবচেয়ে কঠিন শাস্তির উদাহরণও এটি। ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, এই শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন ক্রিকেটাররা।
বুধবার সিডনিতে পৌঁছে পুরো বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতে পারেন স্টিভেন স্মিথ।
গত শনিবার কেপটাউন টেস্টে বল টেম্পারিং করে ধরা পড়েন ক্যামেরন বেনক্রফট। লিডারশিপ গ্রুপের নির্দেশে এই টেম্পারিং হয়েছে বলে পরে স্বীকার করেন স্টিভেন স্মিথ। পরে আইসিসি স্মিথকে এক টেস্ট নিষিদ্ধ করেছিল, জরিমানা করেছিল বেনক্রফটকে। কোন শাস্তি দেয়নি ওয়ার্নারকে। কিন্তু নিজ ক্রিকেট বোর্ড থেকে কঠোর শাস্তি পেলেন তারা।
Comments