এবার ইরানের জালে ৮ গোল দিল বাংলাদেশের কিশোরীরা

মালয়েশিয়াকে ১০ গোলে হারানোর পরদিন ইরানের জালে ৮ গোল দিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। হংকংয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও তাই ৮-১ গোলের দাপুটে জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের।
ফাইল ছবি

মালয়েশিয়াকে ১০ গোলে হারানোর পরদিন ইরানের জালে ৮ গোল দিয়েছে বাংলাদেশের কিশোরী ফুটবলাররা। হংকংয়ে জকি ক্লাব গার্লস ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয় ম্যাচেও তাই ৮-১ গোলের দাপুটে জয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী দলের।

ইরানকে ধসিয়ে দেওয়ার ম্যাচে বাংলাদেশের হয়ে  হ্যাটট্রিক করেছেন তহুরা ও শামসুন্নাহার।

ম্যাচের শুরু থেকেই আগ্রাসী খেলতে থাকা বাংলাদেশের মেয়েরা গোল পায় প্রথম মিনিটেই। গোল করেন তহুরা। এর রেশ থাকতেই ১৩ মিনিটে দ্বিতীয় গোল তার। ২৯ মিনিটে তহুরা পূরণ করে ফেলেন নিজের হ্যাটট্রিক।

প্রথমার্ধে গোল হয়েছে আরও দুটি। ৩২ মিনিটে গোল করেন মগিনি। আর যোগ করা সময়ে গোল করেন শামসুন্নাহার।

৫-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বাংলাদেশ পরের অংশে দিয়েছে আরও ৩ গোল। ৬৩ মিনিটে আবার গোল করে শামসুন্নাহার। চার মিনিট পর এই ডিফেন্ডার পূরণ করেন হ্যাটট্রিক।

হ্যাটট্রিক করতে পারতেন মগিনিও। ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন এই লাইনে ছিলেন তিনিও। যদিও পরে আর তা হয়নি। শেষ দিকে গিয়ে এক গোল শোধ দিয়েছে ইরানের কিশোরীরা।

রোববার হংকংয়ের সঙ্গে শেষ ম্যাচে ড্র করলেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।

 

Comments