‘এ’, ‘ও’ লেভেলের ২০৫৫ জনকে সম্মাননা দিল দ্য ডেইলি স্টার

The Daily Star Award
অনুষ্ঠানে দ্য ডেইলি স্টারের পক্ষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। ছবি: প্রবীর দাশ

“এ” লেভেল এবং “ও” লেভেল পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারীদের মধ্যে ২০৫৫ জনকে আজ সম্মাননা দিয়েছে দ্য ডেইলি স্টার।

ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ইংরেজি মাধ্যমের এই শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি সম্মাননা অনুষ্ঠানে ছিলেন তাদের পরিবারের সদস্য, বন্ধুবান্ধব, সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও বিশেষ অতিথিবৃন্দ।

২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের “ও” লেভেলে যারা ছয়টি বা তার চেয়ে বেশি বিষয়ে “এ” গ্রেড পেয়েছেন এমন ১৪৫৩ জনকে এবং “এ” লেভেলে যারা ন্যূনতম তিনটি বিষয়ে “এ” গ্রেড পেয়েছেন এমন ৪১০ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে। এডেক্সেল ও কেমব্রিজ দুই বোর্ড থেকেই শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়।

দ্য ডেইলি স্টার কৃতি শিক্ষার্থী সম্মাননা
সম্মাননা নেওয়া শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর ও দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। ছবি: প্রবীর দাশ

সাড়ম্বর এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। দ্য ডেইলি স্টার এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

1h ago