কক্সবাজারে ধর্ষণ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত
কক্সবাজারের চকোরিয়ায় ধর্ষণ মামলার এক আসামি র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই বন্দুকযুদ্ধ হয় বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত ধর্ষণ মামলার আসামির নাম রহিম উদ্দিন (২০)। সে চকোরিয়ার উলুবনিয়া গ্রামের আখতার আহমেদের ছেলে। পুলিশ জানায়, পাঁচ বছরের শিশু ধর্ষণের মামলার আসামি ছিল সে।
চকোরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গত ২৬ মার্চ ধর্ষণের ঘটনাটি ঘটে। এর দুদিন পর শিশুটির দাদা চকোরিয়া থানায় রহিমকে আসামি করে মামলা করেন।
র্যাব-৭ এর কমান্ডার মেজর মো. রুহুল আমিন দ্য ডেইলি স্টারের কক্সবাজার প্রতিনিধিকে বলেন, গত রাত সাড়ে ১২টার দিকে উলুবনিয়া এলাকায় একদল দুষ্কৃতিকারীর সাথে র্যাবের বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে রহিমের লাশ উদ্ধার করা হয়। তবে তার সহযোগীরা পালিয়ে যায়।
র্যাবের ওই কর্মকর্তা আরও বলেন, ঘটনাস্থল থেকে একটি শুটার গান, তিনটি গুলি ও দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
Comments