ভবন ভাঙতে ১ বছর সময় পেল বিজিএমইএ

ঢাকার হাতিরঝিলে অবৈধভাবে স্থাপিত বিজিএমইএ-র ১৫ তলা ভবনটি ভাঙতে এক বছর সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট।
BGMEA Building at Hatirjheel area
ঢাকার হাতিরঝিলে স্থাপিত বিজিএমইএ ভবন। স্টার ফাইল ফটো

ঢাকার হাতিরঝিলে অবৈধভাবে স্থাপিত বিজিএমইএ-র ১৫ তলা ভবনটি ভাঙতে এক বছর সময় বেঁধে দিয়েছেন সুপ্রিম কোর্ট।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ আজ (২ এপ্রিল) এ রায় দেন।

ভবন সরাতে বিজিএমইএ-র এক বছর সময়ের আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠনটিকে আগামী ১২ এপ্রিল থেকে এক বছর সময় দিয়েছেন। সেই হিসেবে আগামী বছর ১২ এপ্রিল পর্যন্ত সময় পেল বিজিএমইএ।

আগামী বছর ১২ এপ্রিলের মধ্যে ভবনটি ভেঙে ফেলা হবে এবং এ জন্যে আর কোনো সময় চাওয়া হবে না- এমন মুচলেকাও সুপ্রিম কোর্টে জমা দেয় সংগঠনটি।

এর আগে গত ২৭ মার্চ সুপ্রিম কোর্ট বেঞ্চ জানায়, ভবন ভাঙার জন্য সময় চেয়ে করা আবেদনটি তারা বিবেচনা করবেন কিন্তু তার আগে বিজিএমইএ-কে মুচলেকা দিতে হবে।

আরও পড়ুন:

আর সময় চাওয়া হবে না এমন মুচলেকা দিতে হবে বিজিএমইএ-কে

Comments

The Daily Star  | English
government changed office hours

Govt office hours 9am-3pm from Sunday to Tuesday

The government offices will be open from 9:00am to 3:00pm for the next three days -- from Sunday to Tuesday -- this week, Public Administration Minister Farhad Hossain said today

39m ago