প্রিমিয়ার লিগে রেকর্ড গড়লেন মাশরাফি

লিগ শেষ হতে বাকি আরও এক ম্যাচ। এরমধ্যেই মাশরাফি মর্তুজার হয়ে গেছে এক অনন্য রেকর্ড। লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।
Mashrafee Mortaza
১৫ ম্যাচে ৩৮ উইকেট নিয়ে সবাইকে ছাড়িয়ে মাশরাফি মর্তুজা, বাকি আছে আরও এক ম্যাচ। ছবি: ফিরোজ আহমেদ

লিগ শেষ হতে বাকি আরও এক ম্যাচ। এরমধ্যেই মাশরাফি মর্তুজার হয়ে গেছে এক অনন্য রেকর্ড। লিস্ট-এ মর্যাদা পাওয়ার পর ঢাকা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড গড়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।

সোমবার খেলাঘরের বিপক্ষে ৩২ রানে ৩ উইকেট নিয়ে মাশরাফি ছাড়িয়ে গেছেন আবু হায়দার রনিকে। গত মৌসুমে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে সর্বোচ্চ ৩৫ উইকেট নিয়েছিলেন রনি। এক ম্যাচ বাকি থাকতেই মাশরাফির উইকেট হয়ে গেছে ৩৮টি।

পুরো লিগ জুড়ে আবাহনীর জয়রথের মূল কাণ্ডারি ছিলেন বোলার মাশরাফি। এ পর্যন্ত ১৫ ম্যাচের সবগুলো খেলে ১৪.২১ গড়ে ৩৮ উইকেট নিয়েছেন তিনি। আছে অগ্রণী ব্যাংকের বিপক্ষে করা একটি হ্যাটট্রিক।

গেল ৬ মার্চ ফতুল্লায় জেতার পথে ছিল অগ্রণী ব্যাংক। কিন্তু মাশরাফি ম্যাজিকাল এক ওভারে পালটে যায় চিত্র। ৪ বলে ৪ উইকেট নিয়ে দলকে ১১ রানের রোমাঞ্চকর জয় পাইয়ে দেন তিনি।

পুরো লিগ জুড়ে রান দেওয়াতেও ভীষণ কিপটে ছিলেন ৩৫ বছরের মাশরাফি। ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৪.৩৯ গড়ে।

এই বয়সেও মাশরাফির অমন পারফরম্যান্স তরুণদের কাছে শিক্ষণীয় বলে মনে করেন নির্বাচক হাবিবুল বাশার সুমন , ‘মাশরাফি খুব ভাল করছে। অবশ্যই যারা তরুণ খেলোয়াড় তাদের জন্য ভাল উদাহরণ রেখে যাচ্ছে ও। ঘরোয়া ক্রিকেটেও কতটা মোটিভেটিভ হওয়া যায়। ফ্ল্যাট উইকেটে কীভাবে ভাল বোলিং করা যায় সে উদাহরণ তৈরি  করেছে। ‘

এবার লিগে সবগুলো ম্যাচই খেলতে পেরেছেন মাশরাফি। ছিলেন পুরো ছন্দে। ইনজুরিমুক্ত এমন মাশরাফিকে সামনেও দেখার আশা হাবিবুলের, ‘এবার লিগে সব ম্যাচ খেলেছে। মজার ব্যাপার হল আগে যতখানি ইনজুরিতে পড়ত। বয়সের সাথে সাথে কমে আসছে। আশা করি এরকমই থাকবে। বোলারদের ওর কাছ থেকে শিখবে হবে। স্কিলের দিক থেকে মাশরাফি অনেক এগিয়ে। ’

Comments

The Daily Star  | English
DHL Daily Star Bangladesh Business Awards 2023

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

8h ago