শহীদের তোপে গাজীকে গুঁড়িয়ে দিল রূপগঞ্জ
গাজী গ্রুপ ক্রিকেটার্সকে মাত্র ১৫৩ রানে গুঁড়িয়ে কাজটা সহজ করে দিয়েছিলেন পেসার মোহাম্মদ শহীদ। রান তাড়ায় কেবল আনুষ্ঠানিকতা সেরেছেন তাদের ব্যাটসম্যানরা। সহজ জয়ে শিরোপার জেতার দৌড়ে টিকে রইল লিজেন্ডস অব রূপগঞ্জ।
ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের সুপার সিক্সে ৮ উইকেটে জয় পায় রূপগঞ্জ। সোমবার ফতুল্লায় লো স্কোরিং ম্যাচে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা মোহাম্মদ শহীদ।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে গাজী। ২৩ রানেই ফিরে যান ইমরুল কায়েস ও মুমিনুল হক। ২১ রান করে আউট হন মেহেদী হাসান। ১০০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলা গাজী অলআউট ১৫২ রানে। অধিনায়ক জহুরুল ইসলাম করেন সর্বোচ্চ ৩১ রান।
মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে কোন সমস্যাই হয়নি রূপগঞ্জের। ওপেনার আব্দুল মজিদ শুরুতে ফিরলেও মোহাম্মদ নাঈম ও অভিষেক মিত্রর ৬৩ জুটিতে অনায়াস হয়ে যায় তাদের কাজ। ৩৪ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন আউট হন নাঈম। দলকে জিতিয়ে ৫৭ রানে অভিষেক ও ৩০ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম।
এই জয়ে ১৫ ম্যাচের ১০টি জিতে ২০ পয়েন্ট হলো রূপগঞ্জের। লিগ জিততে শেষ ম্যাচে আবাহনীকে হারানোর পাশাপাশি রেনরেটের কঠিন হিসাবও মেলাতে হবে তাদের।
সংক্ষিপ্ত স্কোর:
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৪৫.৪ ওভারে ১৫২ (মেহেদি ২১, ইমরুল ০, মুমিনুল ৬, জহুরুল ৩১, জাকের ৩০, নাদিফ ৭, আসিফ ১৭, নাঈম ২৩, আবু হায়দার ৩, আবু নাসের ৩, টিপু ২*; শহীদ ৪/২৬, শরীফ ১/৪৫, মোশাররফ ১/২৮, রসুল ২/২৭, আসিফ ২/১৭)
লেজেন্ডস অব রূপগঞ্জ: ২২.৫ ওভারে ১৫৩/২ (মজিদ ৪, নাঈম ৪৫, অভিষেক ৫৭*, মুশফিক ৩০*; আবু হায়দার ১/২৯, আবু নাসের ০/২৪, মেহেদি ০/২৭, নাঈম ০/২৯, টিপু ১/২২, আসিফ ০/১৫)
ফল: লেজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: মোহাম্মদ শহীদ
Comments