রুদ্ধশ্বাস উত্তেজনার পর জিতল শেখ জামাল

দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে হাল ধরলেন, পরে বল হাতে দেখালেন ঝলক। তানবীর হায়দারের অলরাউন্ড নৈপুণ্যে লো স্কোরিং ম্যাচে ১০ রানের দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি।

দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে হাল ধরলেন, পরে বল হাতে দেখালেন ঝলক। তানবীর হায়দারের অলরাউন্ড নৈপুণ্যে লো স্কোরিং ম্যাচে ১০ রানের দারুণ জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি।

বিকেএসপিতে আগে ব্যাট করে মাত্র ১৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল শেখ জামাল। ওই রান তাড়া করতে নেমে ১০৬ রানে ৯ উইকেট হারিয়ে ফেলেছিল প্রাইম দোলেশ্বর। কিন্তু রোমাঞ্চের তখনও বাকি অনেকটা। দশম উইকেটে দারুণ এক প্রতিরোধ গড়েন আরাফাত সানি ও সালাউদ্দিন শাকিল। জয় থেকে ১১ রান দূরে থাকতে ভেঙে যায় তাদের জুটি।

সকালে ফরহাজ রেজা, শরিফুল্লাহ আর জাকারিয়া মাসুদের সম্মিলিত প্রচেষ্টায় বিপাকে পড়ে শেখ জামাল। তানবীর হায়দারের ৪৩ ও জিয়াউর রহমানের ৩৯ রানে ১৮৩ পর্যন্ত যেতে পারে তারা।

অল্প লক্ষ্যে দোলেশ্বরের শুরুটা হয় যাচ্ছেতাই। ২২ রানেই ফিরে যান দুই ওপেনার ইমতিয়াজ হোসেন ও লিটন দাস। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ফজলে মাহমুদ আর মার্শাল আইয়ুব এদিনও টেনেছেন দলকে। দুজনের জুটি ভাঙে ৭০ রানে গিয়ে। ২৯ রান করা মাশার্লের আউটের পর ফের ধস নামে তাদের ইনিংসে। ৩৫ রান করা ফজলে মাহমুদকে ফেরান তানবীর।

এই লেগ স্পিনার ১০ ওভার বল করে ৩১ রান দিয়ে পেয়েছেন ৪ উইকেট।

এই ম্যাচ জিতে খাতায় কলমে লিগ শিরোপা জেতার সম্ভাবনা টিকিয়ে রাখল শেখ জামাল। লিজেন্ডস অব রূপগঞ্জের সমান ২০ পয়েন্ট নিয়েও রানরেটে পিছিয়ে টেবিলের তিনে নম্বরে আছে তারা। শেষ ম্যাচে খেলাঘরের বিপক্ষে অনেকগুলো যদি, কিন্তুর হিসেব নিকেশ মাথায় নিয়ে মাঠে নামতে হবে তাদের।

Comments