দেশেই হবে স্যামসাংয়ের স্মার্টফোন

এখন থেকে দেশেই সংযোজন (অ্যাসেম্বলিং) করা হবে স্যামসাংয়ের স্মার্টফোন। এই ফোনগুলো আগামী জুনে ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
samsung bangladesh
৩ এপ্রিল ২০১৮, ফেয়ারবুক এর চেয়ারম্যান রুহুল আলম আল মাহমুদ জানান ফোরজি-র উপযুক্ত করে স্যামসাংয়ের স্মার্টফোন স্থানীয়ভাবে সংযোজন করার কাজ আগামী ২ মে থেকে শুরু হবে। ছবি: স্টার

এখন থেকে দেশেই সংযোজন (অ্যাসেম্বলিং) করা হবে স্যামসাংয়ের স্মার্টফোন। এই ফোনগুলো আগামী জুনে ঈদুল ফিতর উপলক্ষে বাজারে ছাড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

স্যামসাংয়ের এই ফোনগুলো নিয়ে আসবে ফেয়ারবুক। এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রুহুল আলম আল মাহমুদ আজ (৩ এপ্রিল) জানান, ফোরজি-র উপযুক্ত করে স্যামসাংয়ের স্মার্টফোনগুলো সংযোজন করার কাজ আগামী ২ মে থেকে শুরু হবে।

প্রতিষ্ঠানটির ফোন সংযোজন কারখানা ইতোমধ্যে নরসিংদীতে স্থাপন করা হয়েছে। রুহুল আলম বলেন, “আশা করছি, স্থানীয়ভাবে সংযোজন করা স্মার্টফোনগুলো ঈদের আগেই বাজারে ছাড়তে পারবো।”

স্থানীয়ভাবে সংযোজন করার ফলে স্বাভাবিকভাবে ফোনগুলোর দাম কমে আসবে বলেও উল্লেখ করেন তিনি।

Comments