পহেলা বৈশাখ উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

pahela baishakh 2018
পহেলা বৈশাখ উদযাপন। ছবি: ফাইল ফটো

সারাদেশে নির্বিঘ্নভাবে পহেলা বৈশাখ উদযাপনের জন্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

রাজধানীর সচিবালয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নববর্ষ উদযাপনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিকাল ৫টার পর অনুষ্ঠান না করার জন্যে বলা হয়েছে। তবে রাজধানীর রবীন্দ্র সরোবরে সন্ধ্যা ৭টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।”

রমনা বটমূল এলাকায় পর্যবেক্ষণ টাওয়ারের পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক সার্চ লাইট স্থাপন করা হবে বলেও তিনি জানান।

এছাড়াও, রমনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিশৃঙ্খলারোধে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে।

তিনি আরও জানান, পুলিশের প্রহরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। কাউকেই মুখোশ পড়তে দেওয়া হবে না। ঢাকা মহানগর দক্ষিণ শাখা আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রাতেও পুলিশি প্রহরা থাকবে।

নববর্ষের দিনে রাজধানীর ২০টি স্থানে বিনামূল্যে খাবার পানি সরবরাহ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-এর মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা সেই বৈঠকে উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English
bad loans rise in Bangladesh 2025

Bad loans hit record Tk 420,335 crore

It rose 131% year-on-year as of March of 2025

2h ago