রংপুরে নিখোঁজ আইনজীবী রথীশ চন্দ্রের লাশ উদ্ধার

​পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া রংপুরের পাবলিক প্রসিকিউটর রথীশ চন্দ্র ভৌমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রাত সাড়ে ৩টার দিকে শহরের তাজহাট বাবুপাড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে বলে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।
রথীশ চন্দ্র ভৌমিক। ছবি: সংগৃহীত

পাঁচ দিন আগে নিখোঁজ হওয়া রংপুরের পাবলিক প্রসিকিউটর রথীশ চন্দ্র ভৌমিকের লাশ উদ্ধার করা হয়েছে। গত রাত সাড়ে ৩টার দিকে শহরের তাজহাট বাবুপাড়া এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করেছে বলে রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন।

নির্মাণাধীন একটি বাড়িতে তার লাশটি মাটিচাপা দেওয়া ছিল। র‍্যাব জানায়, রথীশের স্ত্রী দীপা ভৌমিক ও তার দুই সহকর্মীকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়। আটক করা ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশের সন্ধান মেলে। দীপা ভৌমিক তাজহাট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।

রথীশ চন্দ্র গত শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। পেশায় আইনজীবী রথীশ রংপুরে নানা ধরনের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি রংপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক, আইনজীবী সমিতির সহ সভাপতি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্যপরিষদের ট্রাস্টি ছিলেন। নিখোঁজ হওয়ার পর থেকে রথীশের হদিস বের করার জন্য বিভিন্ন সংগঠন আন্দোলন করছিল।

২০১৫ সালের ৩ অক্টোবর জাপানি নাগরিক হোসিও কুনি ও ১০ নভেম্বর খাদেম রহমত আলী হত্যা মামলার সরকারি কৌসুলি ছিলেন। হোসিও কুনি হত্যা মামলায় গত বছর ২৮ ফেব্রুয়ারি রংপুরের বিশেষ জজ আদালত নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দেন। এবছরের ১৮ মার্চ খাদেম রহমত আলী হত্যা মামলায় ওই একই আদালত সাত জন জেএমবি সদস্যকে অভিযুক্ত করেন। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার সাক্ষী ছিলেন রথীশ।

Comments

The Daily Star  | English

Army given magistracy power

The government last night gave magistracy power to commissioned army officers with immediate effect for 60 days in order to improve law and order.

5h ago