বাসায় ফিরেছেন ফখরুল
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার বুকে ব্যথা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান দ্য ডেইলি স্টারকে বলেন, সকাল ১০টার দিকে মির্জা ফখরুল হাসপাতাল থেকে বের হন। তিনি সেখান থেকে তার উত্তরার বাসায় গেছেন।
গতকাল ইউনাইটেড হাসপাতালের ডা. মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ফখরুলের এনজিওগ্রাম করা হয়। এর পরই জানানো হয় তিনি ঝুঁকিমুক্ত ও তার হৃদপিণ্ড স্বাভাবিকভাবে কাজ করছে।
সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি অনুষ্ঠানে বুকে ব্যথা অনুভব করায় ফখরুলকে হাসপাতালে নেওয়া হয়েছিল। এসময় তিনি ভীষণভাবে ঘামছিলেন বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
Comments