এমন করে কী বলছেন পরীমণি?

এমন করে কী বলছেন পরীমণি? তবে তা বাস্তবে নয়, বলেছেন চলচ্চিত্রের গানে। গতকাল (৩ এপ্রিল) প্রকাশিত হয়েছে পরীমণি অভিনীত ‘স্বপ্নজাল’ ছবির প্রথম গান। গানটিতে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে পরীমণি এবং ইয়াশ রোহানকে।

‘এমন করে বলছি’ গানের ভিডিও

এমন করে কী বলছেন পরীমণি? তবে তা বাস্তবে নয়, বলেছেন চলচ্চিত্রের গানে। গতকাল (৩ এপ্রিল) প্রকাশিত হয়েছে পরীমণি অভিনীত ‘স্বপ্নজাল’ ছবির প্রথম গান। গানটিতে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে পরীমণি এবং ইয়াশ রোহানকে।

‘স্বপ্নজাল’ মুক্তি পাবে আগামী ৬ এপ্রিল। মুক্তির ঠিক দুদিন আগে প্রকাশিত হলো গানটি। ‘এমন করে বলছি’ শিরোনামের গানটি লিখেছেন এবং সুর দিয়েছেন উম্মে রায়হানা মুমু। রাশিদ শারীফ শোয়েব গানটিতে কণ্ঠ দিয়েছেন আরমিন মুসার সঙ্গে।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছেন পরীমণি ও ইয়াশ রোহান। রয়েছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ আরও অনেকে।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় ‘স্বপ্নজাল’-এ অর্থ লগ্নি করেছে বেঙ্গল ক্রিয়েশন্স এবং বেঙ্গল বারতা। বাংলাদেশের ৩০টির মতো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

‘এমন করে বলছি’ গানটিকে মিষ্টি প্রেমের গান হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়, “আপনাদের অপেক্ষার পালে আরেকটু হাওয়া যোগ করার জন্য এলো ‘স্বপ্নজাল’-এর প্রথম গান।”

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

3h ago