শেষ বলের রোমাঞ্চকর জয়ে প্রিমিয়ারে টিকে গেল ব্রাদার্স
শেষ ৬ বলে জেতার জন্য দরকার ৯ রান। প্রথম বলে ১ রান আসার পর দ্বিতীয় বলেই আউট হয়ে গেলেন দারুণ খেলতে থাকা দেবব্রত দাস। পরের দুই বলে আসল আরও ২ রান। শেষ বলে ম্যাচ জিততে ঠিক চার রান দরকার ছিল ব্রাদার্স ইউনিয়নের। ঋষি ধাওয়ানকে বাউন্ডারি মেরে দেন নাজমুস সাদাত। প্রিমিয়ার লিগে টিকে থাকার ম্যাচে ব্রাদার্স জিতে যায় ৪ উইকেটে।
বুধবার বিকেএসপিতে রেলিগেশন লিগের রোমাঞ্চকর ম্যাচে বারবার রঙ বদলেছে। সৌম্য সরকারের বিস্ফোরক ইনিংসে ৩৩৪ রান করে ফেলেছিল অগ্রণী ব্যাংক। দারুণ রান তাড়ায় লাগাম নিজেদের হাতে তুলে নেয় ব্রাদার্সের টপ অর্ডার। পরে খেলায় ফিরে এসেছিল অগ্রণী ব্যাংকও। শেষ বলের নিষ্পত্তিতে ম্যাচ নিজেদের করে নেয় ঐতিহ্যবাহী ব্রাদার্স।
গেল মৌসুমে প্রথম বিভাগে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার লিগে উঠে এসেছিল অগ্রণী ব্যাংক। এক মৌসুম খেলেই ফের প্রথম বিভাগে নেমে গেল তারা। এর আগে সব দলের মধ্যে শেষে থেকে প্রথম বিভাগে নেমে গেছে কলাবাগান ক্রীড়া চক্র।
আগে ব্যাট করে রেকর্ড ১১ ছক্কা মেরে ১৫৪ রান করেছিলেন সৌম্য। ঋষি করেন ৬৫ বলে ৮০। রান তাড়ায় ব্রাদার্সের কেউ সেঞ্চুরি না পেলেও চার ঝড়ো ফিফটিতে তীরে তরি ভিড়িয়েছে তারা।
মাথার সামনে ৩৩৫ রানের লক্ষ্য। হারলেই নেমে যেতে হবে প্রথম বিভাগে। নানামুখী চাপে নেমে তাণ্ডব শুরু করেন ব্রাদার্সের ২ দুই ওপেনার মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিক। ওভারপ্রতি প্রায় ১০ করে রান তুলতে থাকেন তারা। ১৩.৪ ওভার স্থায়ী উদ্বোধনী জুটিতেই এসে যায় ১২১ রান। ৪৫ বলে ৬২ করে ফেরেন মিজানুর।
দ্বিতীয় উইকেটে মাইশুকুর রহমানকে নিয়ে চালাতে থাকেন জুনায়েদ। তাদের জুটিতে আসে আরও ৭৭ রান। ৭৭ বলে ৮৩ করা জুনায়েদকে ফেরান অভিজ্ঞ আব্দুর রাজ্জাক।
তৃতীয় উইকেটেও ঝড়ো আরেক জুটি পায় ব্রাদার্স। মাইশুকুরকে নিয়ে ৮৮ রানের জুটিতে অগ্রণী ছিলেন ভারতীয় দেবব্রত দাস। ৯৫ বলে ৮২ করে মাইশুকুর আউট হওয়ার পরও তাণ্ডব চালিয়ে গেছেন দেবব্রত। মাঝে অধিনায়ক অলক কাপালি আর ইয়াসির আলির আউটে শঙ্কায় পড়েছিল তারা। সেই শঙ্কা উবে যায় দেবব্রতের ব্যাটে। ৬২ বলে ৭৩ করে একদম শেষ ওভারে গিয়ে আউট হন তিনি।
সকালে অগ্রণী ব্যাংককে ব্যাট করতে পাঠিয়ে পস্তাতে বসেছিল ব্রাদার্স। শাহরিয়ার নাফীফকে বড় রান করতে না দিলেও থামানো যায়নি সৌম্যকে। অনেকদিন পর বড় রান পাওয়া সৌম্য শুরু করেছিলেন ছক্কার বৃষ্টি। লিস্ট-এ ক্রিকেটে দেশি ব্যাটসম্যানদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ১১ ছক্কা মেরে মাশরাফি মর্তুজার রেকর্ড স্পর্শ করেন তিনি। তার দাপটে অগ্রণী ব্যাংকও পেয়েছিল বিশাল সংগ্রহ। রান তাড়ায় একসঙ্গে ব্রাদার্সের চার ব্যাটসম্যানের জ্বলে উঠায় পরে তা বিফলে গেল।
Comments