দুই আত্মঘাতী গোলে বার্সার হাসি

বার্সেলোনার মাঠে গিয়ে এর আগে বিব্রতকর হারের রেকর্ড আছে রোমার।এবার পাল্লা দিয়েই লড়াই করছিল তারা। কিন্তু পড়েছে নিজেদের ভুলে। দুই দুইটি আত্মঘাতী গোল হজম করেছে তারা।
ছবি: এএফপি

বার্সেলোনার মাঠে গিয়ে এর আগে বিব্রতকর হারের রেকর্ড আছে রোমার।এবার পাল্লা দিয়েই লড়াই করছিল তারা। কিন্তু পড়েছে নিজেদের ভুলে। দুই দুইটি আত্মঘাতী গোল হজম করেছে তারা।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে বার্সেলোনা জিতেছে ৪-১ গোলে। বার্সার বাকি দুই গোল করেন লুইস সুয়ারেস ও জেরার্ড পিকে।

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শেষ চারটি কোয়ার্টার ফাইনালেই ধরাশায়ী বার্সা এবার সেমির পথে অনেকটাই এগিয়ে থাকল।

ম্যাচের ৩৮ মিনিটে আত্মঘাতী গোলে এগিয়ে যায় বার্সা। আন্দ্রেস ইনিয়েস্তা পাস দিচ্ছিলেন লিওনেল মেসিকে। তার আগে বল ক্লিয়ার করতে গিয়ে ডি রসি উলটো জালে ঢুকিয়ে দেন। 

৫৬ মিনিটে আরেকবার নিজেদের জালে বল ঢোকায় রোমা। এবার খলনায়ক মনোলাস। ইভান রকিতিচের ক্রস পেয়ে পা বল স্পর্শ করতে পারেননি উমতিতি। ক্লিয়ার করতে যান মনোলাস। বল ঢুকে যায় জালে। তিন মিনিট পর জেরার্ড পিকের গোলে ব্যবধান হয় ৩-০।

৭৯ মিনিটে এক গোল শোধ দেয় রোমা। পেরোতির কাছ থেকে বল পেয়ে এবার প্রতিপক্ষের জালে বল ঢোকান এডেন জেকো। ৮৭ মিনিটে লুইস সুয়ারেসের গোলে ব্যবধার ফের বাড়ায় বার্সা। আগামী মঙ্গলবার ফিরতি লেগে নিজেদের মাঠে কাজটা অনেক কঠিন রোমার জন্য।

সিটিকে গুঁড়িয়ে দিল লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের লিভারপুল আর চ্যাম্পিয়ন্স লিগের লিভারপুলের মধ্যে যেন অনেক তফাৎ। সেটাই আরেকবার দেখা গেল এনফিল্ডে। দুর্দান্ত ফর্মে থাকা ম্যানচেস্টার সিটিকে নিজেদের ঘরের মাঠে পেয়ে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে অল রেডসরা। গোল করেছেন মোহাম্মদ সালাহ, অ্যালেক্স চেম্বারলেইন ও সাদিও মানে।

Comments