কোটা আন্দোলন স্থগিত, সরকারের সিদ্ধান্ত ৭ মের মধ্যে
বিদ্যমান কোটা ব্যবস্থা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর আগামী ৭ মের মধ্যে সরকার তার সিদ্ধান্ত জানাবে এবং সে পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (৯ এপ্রিল) বিকালে রাজধানীর সচিবালয়ে কোটা ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
সংক্ষিপ্ত বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, “আমরা রাজনীতি বা উন্নয়ন করি পরবর্তী প্রজন্মের জন্যে। শেখ হাসিনার সরকার তরুণদের দাবি যুক্তিযুক্ত হলে তা মেনে নেন। বিদ্যমান কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করে এ ব্যাপারে একটি সমাধান খুঁজে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এই বিষয়ে সরকার কোন অনড় অবস্থানে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা ইতিবাচকভাবে দেখা হবে।
মন্ত্রী তাঁর বক্তব্যে আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন।
Comments