ভিসির বাড়িতে আক্রমণকারীদের শাস্তি পেতে হবে: ওবায়দুল কাদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের বাসায় যারা আক্রমণ করেছে তাদেরকে শাস্তি পেতে হবে বলে ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ (৯ এপ্রিল) রাজধানীর সচিবালয়ে বিদ্যমান কোটা ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে আন্দোলনরত চাকরি প্রত্যাশীদের সঙ্গে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করা হবে বলেও তিনি উল্লেখ করেন। তবে কোন নিরপরাধ ব্যক্তিকে যেন এ ঘটনায় গ্রেফতার করা না হয় সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, “ভিসির বাড়িতে আক্রমণকারীদের শাস্তি পেতে হবে। কোটা সংস্কারের বিষয়ে তাঁর কোন সংশ্লিষ্টতা নেই। তিনি ও তাঁর পরিবার কেনো আক্রান্ত হলেন? যারা সত্যিকার অর্থে আক্রমণকারী তাদের ধরার জন্যে পুলিশকে বলা হয়েছে।”
উল্লেখ্য, রাত পৌনে ২টার দিকে ছাত্ররা ফটক ভেঙে উপাচার্যের বাসভবনে ঢুকে পড়েন। এসময় তারা উপাচার্যের কাছে জানতে চায় ক্যাম্পাসে গুলি কেন?, পুলিশ কেন? এক পর্যায়ে ছাত্ররা বাসভবনের ভেতরে ঢুকে ভাঙচুর করে ও তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বলে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়।
আরও পড়ুন:
Comments