হাত হারানো রাজীব লাইফ সাপোর্টে

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীবের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
সড়ক দুর্ঘটনায় রাজিব নিহত
রাজীব হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীতে দুই বাসের রেষারেষিতে হাত হারানো সরকারি তিতুমীর কলেজের ছাত্র রাজীবের স্বাস্থ্যের অবনতি হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান ও সাত সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ শামসুজ্জামান শাহীন আজ মঙ্গলবার বলেন, স্বাস্থ্যের অবনতি হওয়ায় ভোর ৪টা থেকে রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন সরকারি তিতুমীর কলেজের স্নাতকের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। বাসে প্রচণ্ড ভিড় থাকায় তার ডান হাতটি বেরিয়ে ছিল। সোনারগাঁও ক্রসিংয়ে পান্থকুঞ্জ পার্কের কাছে বিআরটিসির বাসটিকে ঘেঁষে স্বজন পরিবহনের একটি বাস বাম দিক দিয়ে ওভারটেক করার সময় দুই বাসের প্রবল চাপে রাজীবের হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে পান্থপথে এমএইচ সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাজীবকে। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

Comments