রাবি শিক্ষক রেজাউল হত্যা মামলার রায় ৮ মে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় আগামী ৮ মে দেওয়া হবে।
AFM Rezaul Karim Siddiquee
অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার রায় আগামী ৮ মে দেওয়া হবে।

দুই পক্ষের যুক্তি তর্ক শেষে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার আজ (১১ এপ্রিল) বিকালে এই তারিখ ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে অধ্যাপক রেজাউলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তখন তিনি রাজশাহী শহরের শালবাগান এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাসের জন্যে অপেক্ষা করছিলেন।

এই ঘটনার পরপরই পুলিশ জানায় অধ্যাপক রেজাউল জঙ্গি হামলার শিকার।

২০১৬ সালের নভেম্বরে গোয়েন্দারা নিষিদ্ধ ঘোষিত জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)-এর আট সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

অভিযুক্তদের মধ্যে খায়রুল ইসলাম পিয়াল ওরফে বাধন ঢাকায় হোলি আর্টিজান বেকারিতে অভিযানকালে নিহত হয়। অপর দুজন নজরুল ইসলাম ওরফে বাইক হাসান এবং তারিকুল হাসান মিলু ওরফে ওসমান রাজশাহী এবং বগুড়ায় ‘ক্রসফায়ারে’ মারা যান।

Comments

The Daily Star  | English
Gazipur factory fire September 2024

Business community's voice needed in the interim government

It is necessary for keeping the wheels of growth running and attracting foreign investment in the new Bangladesh.

14h ago