আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে নিহত ২৫৭

আলজেরিয়ার বৌফারিক বিমান ঘাঁটির পাশে বিমান বিধ্বস্ত হওয়ার পর উদ্ধার তৎপরতা চলছে। ছবি: এএফপি

আলজেরিয়ায় মঙ্গলবার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ২৫৭ জন নিহত হয়েছে। নিহতদের অধিকাংশই সৈন্য ও তাদের পরিবারের সদস্য।

আলজিয়ার্সের প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বৌফারিক বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর পরই বিমানটি বিধ্বস্ত হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে রয়েছেন বিমানটির ১০ ক্রু ও ২৪৭ জন যাত্রী। একটি জনমানবহীন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমান আরোহীদের মধ্যে কেউ বেঁচে রয়েছেন কিনা সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

Activities of certain entities, and activities supporting them can now be banned

1h ago