সাকিবদের রোমাঞ্চকর জয়ে ভেস্তে গেল মোস্তাফিজের দারুণ স্পেল

শেষ দুই ওভার থেকে মাত্র ১২ রান দরকার ছিল সানরাজার্স হায়দরাবাদের। অধিনায়ক রোহিত শর্মার ভরসা করলেন মোস্তাফিজুর রহমানের উপরই। দারুণ ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নিয়ে মুম্বাইকে খেলায় ফিরিয়েছিলেন মোস্তাফিজ। পরের ওভারে ১১ রান ঠেকাতে পারেননি বেন কাটিং। এবারের আইপিএলে বাংলাদেশের দুই তারকার প্রথম দেখায় জিতল সাকিব আল হাসানের দল।
Shakib Al Hasan
দলের জয়ে ১ উইকেট নেন সাকিব। ছবি: এএফপি

শেষ দুই ওভার থেকে মাত্র ১২ রান দরকার ছিল সানরাজার্স হায়দরাবাদের। অধিনায়ক রোহিত শর্মার ভরসা করলেন মোস্তাফিজুর রহমানের উপরই। দারুণ ওই ওভারে মাত্র ১ রান দিয়ে ২ উইকেট নিয়ে মুম্বাইকে খেলায় ফিরিয়েছিলেন মোস্তাফিজ। পরের ওভারে ১১ রান ঠেকাতে পারেননি বেন কাটিং। এবারের আইপিএলে বাংলাদেশের দুই তারকার প্রথম দেখায় জিতল সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। মুম্বাইর দেওয়া ১৪৮ রানের লক্ষ্য শেষ বলে পেরিয়ে যায় সাকিব আল হাসানদের দল। দলের জয়ে অবশ্য সাদামাটা পারফরম্যান্স সাকিবের। বল হাতে ৩৪ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাট করতে এসে ১২ রানেই ফেরেন তিনি। অপরদিকে হারলেও ঝলমলে ছিলেন মোস্তাফিজ। আগের দুই মৌসুমে হায়দরবাদের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোস্তাফিজ। এদিন পর হয়ে নেমে পেলেন সাফল্য।  ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। তবে দলের সেরা বোলার মৈনাক মারকান্দে, ২৩ রান ৪ উইকেট নেন তরুণ লেগ স্পিনার।

১৪৮ রানের মাঝারি লক্ষ্যে ভালো শুরু পায় সানরাইজার্স। ৭ ওভারের আগেই দুই ওপেনার তোলে নেন ৬২ রান। ঋদ্ধিমান সাহাকে আউট করে প্রথম উইকেট নেন মৈনাক মারকান্দে।

ইনিংসের অষ্টম ওভারে বল হাতে পেয়েছিলেন মোস্তাফিজ। প্রথম ৫ বলে দুই চারে দিয়ে দেন ১০ রান। ওভারের শেষ বলে কুপোকাত কেন উইলিয়ামসন। বেরিয়ে যাওয়া বলে হায়দরবাদ অধিনায়কের ব্যাটের ছোঁয়ার ফল রিভিউ নিয়ে পায় মুম্বাই ইন্ডিয়ান্স।

পরের দুই ওভার থেকে মোস্তাফিজ দেন ১৩ রান। সেরাটা জমিয়ে রেখেছিলেন শেষ ওভারে। আগের ম্যাচে ছন্দ না পাওয়া ‘দ্য ফিজ’ ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে নেন ৩ উইকেট।

মোস্তাফিজের ঝলকের আগেই অবশ্যই সানরাইজার্সকে কাঁপিয়ে দিয়েছিলেন মারকান্দে আর জাস্টপ্রিন্ট বোমরাহ। পাঁচে ব্যাট করতে নেমে দলের চাহিদা মেটাতে পারেননি সাকিব। ১ চারে ১২ রান করার পর তিনি বোকা বনেন মারকান্দের গুগলিতে।১০৫ রানে পঞ্চম উইকেট হারায় সানরাইজার্স। তবু লক্ষ্যটা ছোট হওয়ায় দীপক হোডা আর ইউসুফ পাঠানের ব্যাটে এগুচ্ছিল হায়দরাবাদ। ১৮তম ওভারে টানা দুই বলে পাঠান আর রশিদ খানকে আউট করে ম্যাচ জমিয়ে তোলার আভাস দেন বোমরাহ।

পরের ওভারে ১ রান দিয়ে মোস্তাফিজ ২ উইকেট নিলে ম্যাচ চলে এসেছিল মুম্বাইর হাতের মুঠোয়। তবে স্বীকৃত ব্যাটসম্যান হোডা শেষ ওভারে স্ট্রাইক পেয়ে বদলে দেন চেহারা।  ১২ রানের চাহিদা ১ ছক্কা আর সিঙ্গেলসে মিটিয়েছেন এই ব্যাটসম্যান।

টসে জিতে মুম্বাইকে ব্যাট করতে পাঠিয়ে চেপে ধরে কেন উইলিয়ামসের দল। এই ম্যাচেও রান পাননি রোহিত শর্মা। ছোট ঝড় তোলেই ফেরেন এভিন লুইস। সূর্যকুমার যাদব, কাইরন পোলার্ডদের মাঝারি ইনিংসে কোনমতে দেড়শর কাছে যায় সানরাইজার্স।

বল হাতে এদিন দারুণ শুরু পেয়েছিলেন সাকিব। নিজের প্রথম ওভারে মাত্র ১ রান দেন। পরের ওভারে কুনাল পান্ডিয়ার উইকেট নিয়ে দিচ্ছিলেন আরও ভালো কিছুইর আভাস। তবে পরের দুই ওভারে মার খেয়েছেন তিনি।

নিজে বিবর্ণ  থাকলেও দিনশেষে হাসি সাকিবদেরই। এই নিয়ে টানা দুই ম্যাচ জিতল তারা, ঠিক উলটো অবস্থা মুম্বাইয়ের। দুই ম্যাচেই হারল রোহিত শর্মার দল।

Comments

The Daily Star  | English
Gaza genocide

A civility test between Israelis and Palestinians

As opposed to the negative and pejorative assumptions about Palestinians, Israelis are routinely described as civilised and democratic.

8h ago