এবার জোড়া সেঞ্চুরিও করে ফেললেন তুষার

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান, সর্বোচ্চ সেঞ্চুরি আগেই হয়েছে। বাকি ছিল এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি। সেটাও করে ফেললেন তুষার ইমরান। নিজেকে তুললেন আরেকটু উঁচুতে।
Tushar Imran

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক রান, সর্বোচ্চ সেঞ্চুরি আগেই হয়েছে। বাকি ছিল এক ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি। সেটাও করে ফেললেন তুষার ইমরান। নিজেকে তুললেন আরেকটু উঁচুতে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিএলে চতুর্থ রাউন্ডের শেষ দিনে দক্ষিণাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি করেন তুষার। আগের দিনের ৪৬ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৪৫ বলে ১০৩ রান করে কিছুটা অসুস্থ হয়ে মাঠ ছাড়েন তিনি। প্রথম ইনিংসে ডানহাতি এ ব্যাটসম্যান করেছিলেন ১৩০ রান।

প্রথম শ্রেণিতে এর আগে দুই ইনিংসে বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরির ঘটনা আছে আরও ১১টি।

প্রথম শ্রেণিতে এটি তুষারের ২৮তম সেঞ্চুরি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ৩৪ বছর বয়সী তুষারের পরের আছেন ২৩ সেঞ্চুরি করা নাঈম ইসলাম।

এই ম্যাচের পর ১৫৬ ম্যাচ খেলে তুষারের রান দাঁড়ালো ১০ হাজার ৪১৮। তার কীর্তির দিনে পূর্বাঞ্চল-দক্ষিণাঞ্চলের ম্যাচ ড্র হয়েছে। তাতে মূল হিরো তিনিই।

প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের জোড়া সেঞ্চুরি:

রান

ব্যাটসম্যান

ম্যাচ

ভেন্যু

মৌসুম

১৩৩ ও ১২১*

শাহরিয়ার হোসেন

বাংলাদেশ-এমসিসি

ঢাকা

১৯৯৯-২০০০

২১০ ও ১১০

মিনহাজুল আবেদীন

চট্টগ্রাম-ঢাকা

ময়মনসিংহ

২০০১-০২

১১৯* ও ১১০*

শাহিন হোসেন

বরিশাল-চট্টগ্রাম

চট্টগ্রাম

২০০১-০২

১০৬ ও ১৫১

জাভেদ ওমর বেলিম

ঢাকা-বরিশাল

ধানমণ্ডি

২০০৫-০৬

১০৯ ও ১০০

মোহাম্মদ মিঠুন

খুলনা-সিলেট

চট্টগ্রাম

২০১১-১২

১৯২ ও ১১৩*

তামিম ইকবাল

চট্টগ্রাম-ঢাকা মেট্রো

বগুড়া

২০১২-১৩

১৬৬ ও ১২৭*

ইমরুল কায়েস

খুলনা-বরিশাল

বিকেএসপি-২

২০১৪-১৫

১০৭ ও ১১৫*

মার্শাল আইয়ুব

ঢাকা মেট্রো-খুলনা

মিরপুর

২০১৫-১৬

১৬৮ ও ১৭৪*

শাহরিয়ার নাফীস

বরিশাল-চট্টগ্রাম

বগুড়া

২০১৫-১৬

১০৪ ও ১০০*

তাসামুল হক

চট্টগ্রাম-রাজশাহী

চট্টগ্রাম

২০১৬-১৭

১৩৭ ও ১৫০

জুনায়েদ সিদ্দিক

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল

রাজশাহী

২০১৭-১৮

১৩০ ও ১০৩*

তুষার ইমরান

দক্ষিণাঞ্চল-পূর্বাঞ্চল

সিলেট

২০১৭-১৮

 

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

3h ago