ফারাজের জন্মদিনে মিরপুরে বিনামূল্যে চক্ষুসেবা

হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ফারাজ আয়াজ হোসেনের ২২তম জন্মদিন উপলক্ষে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে আজ (১৫ এপ্রিল) রাজধানীর মিরপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষুসেবার আয়োজন করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) এবং প্রতিষ্ঠানটির বাংলাদেশ পর্বের রাইটস অ্যান্ড সাইটস ফর চিলড্রেন (আরএসসি)-এর সহায়তায় আয়োজিত এই চক্ষুসেবা অনুষ্ঠানে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন খ্যাতনামা অভিনেত্রী ববিতা।
ফারাজের ভাই জারাইফ আয়াত হোসেন বলেন, “এভাবে আমরা ফারাজের স্মৃতি ধরে রাখতে পারি।”
ফারাজ হোসেন ফাউন্ডেশন সারাদেশে বিনামূল্যে চক্ষুসেবাসহ বিভিন্ন মানবিক কাজ চালিয়ে যাবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাজধানীর গুলশানে অবস্থিত হোলি আর্টিজান বেকারিতে জঙ্গিদের হামলায় নিহতদের একজন ফারাজ আয়াজ হোসেন তাঁর সঙ্গীদের বাঁচানোর জন্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন।
Comments