কেন্দ্রীয় চুক্তিতে ক্রিকেটার সংখ্যা কমছে: আকরাম
গত বছর কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন বেড়েছিল দ্বিগুণ। নতুন বছরেও স্বাভাবিক নিয়মে তা বাড়বে। তবে কমে যাবে কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড় সংখ্যা। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন প্রস্তাব চূড়ান্ত হবে মঙ্গলবার। বুধবার সেটা উঠবে বোর্ড সভায়।
বুধবার বোর্ড পরিচালকদের সভায় নতুন বেতন কাঠামো নিয়ে প্রস্তাবনা তোলে ধরবেন বলে জানান আকরাম, ‘আমরা একটা প্রস্তাব দেব। সময় একটু বেশি লাগছে। এখনো চূড়ান্ত করতে পারিনি। কাল ঠিক করে ফেলব।’
নতুন প্রস্তাবনায় চুক্তিতে খেলোয়াড় সংখ্যা কমিয়ে দেওয়া হবে বলে জানান আকরাম, ‘ চুক্তিতে খেলোয়াড় কমবে। অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। খেলোয়াড়ের সংখ্যা কম থাকলে ভালো হয়।’
বর্তমানে এ প্লাস শ্রেণিতে থাকা ক্রিকেটারদের মাসিক বেতন ৪ লাখ টাকা। এ শ্রেণির ক্রিকেটাররা পান ৩ লাখ। বি শ্রেণি ২ লাখ ও সি শ্রেণির জন্য আছে ১ লাখ টাকার মাসিক বেতন। যা আগের বছরের দ্বিগুণ। তবে টেস্ট খেলুড়ে অন্য দেশের তুলনায় এই বেতন কম হওয়ায় অসন্তোষ আছে ক্রিকেটারদের। কিন্তু অন্য দেশের সঙ্গে সেই তুলনায় যেতে রাজি নন সাবেক এই ক্রিকেটার, জানিয়েছেন এবারও বাড়বে বেতন তবে সেই হার আগের বছরের মতো নাও হতে পারে, ‘ঘরোয়াতে যে ক্রিকেটাররা টাকা পায় অন্য দেশে কিন্তু তা পায় না। গতবার আমরা প্রায় ১০০ শতাংশ বাড়িয়েছিলাম। ধীরে ধীরে আরও বাড়াব।
‘বেতনকাঠামো নিয়ে অন্য দেশের সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমরা প্রতিবছর সাধারণত বাড়াই। এবারও বাড়াব।’
Comments