জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-বিরোধী শিক্ষকেরা ‘নাজেহাল’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষকদের একাংশ এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রতিবাদকারী শিক্ষকদের আজ (১৭ এপ্রিল) “নাজেহাল” করা হয়েছে বলে দাবি করা হয়।
ju protest
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলা শিক্ষকদের একাংশের দাবি প্রতিবাদকারী শিক্ষকদের আজ (১৭ এপ্রিল) “নাজেহাল” করা হয়েছে। ছবি: মোহাম্মদ আসাদুজ্জামান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষকদের একাংশ এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন। প্রতিবাদকারী শিক্ষকদের আজ (১৭ এপ্রিল) “নাজেহাল” করা হয়েছে বলে দাবি করা হয়।

আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা জানান, ভোর সাড়ে চারটার দিকে প্রতিবাদকারী শিক্ষকরা যখন বিশ্ববিদ্যালয়ের পরিবহন ডিপোর গেটে তালা দেওয়ার চেষ্টা করছিলেন তখন উপাচার্যের পক্ষের শিক্ষকদের সঙ্গে “হাতাহাতি”-র ঘটনা ঘটে।

এ ঘটনায় উপাচার্য-বিরোধী ছয়জন শিক্ষককে “নাজেহাল” করা হয় বলে আজ এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে। এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরাল বডিকে আজ বিকাল চারটার মধ্যে পদত্যাগের দাবিও তোলা হয় সেই সংবাদ সম্মেলনে থেকে।

প্রোক্টর এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তাদের এসব দাবি মানা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকিও দেওয়া হয় উপাচার্য-বিরোধী শিক্ষকদের পক্ষ থেকে।

Comments

The Daily Star  | English

38 DCs withdrawn; 35 appointed

These developments were confirmed in separate notifications issued by the Ministry of Public Administration.

6m ago