রাজশাহীতে এবাদতের পেস আর মোশাররফের স্পিন ঝলক
বেশ সাড়া ফেলে ক্রিকেটে এসেছিলেন এবাদত হোসেন। ইনজুরি আর নিজেকে তৈরি করার সময়ে খুব বেশি আলোচনায় আসতে পারছিলেন না। এবার বিসিএলে নিজেকে তোলে ধরেছেন টানা দুই ম্যাচে। নিজের ক্যারিয়ার সেরা বোলিং করেছেন রাজশাহীতে, সঙ্গে মোশাররফ হোসেন রুবেলও ছিলেন তেতে। দক্ষিণাঞ্চলকে প্রথম দিনেই তাই চেপে ধরেছে মধ্যাঞ্চল।
মঙ্গলবার পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দক্ষিণাঞ্চলের ইনিংস শেষ হয়ে গেছে ১৯১ রানে। ৩২ রানে ৪ উইকেট নিয়েছেন এবাদত, ৫৭ রানে ৪টি নেন মোশাররফ।
জবাবে ২ উইকেটে ১৫৪ রান তোলে বড় লিড পাওয়ার অবস্থা প্রথম দিনে তৈরি করেছেন মাহমুদউল্লাহর দল। ওপেনার সাদমান ইসলাম অপরাজিত আছেন ৬৬ রানে।
টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছিল দক্ষিণাঞ্চল। দুই ওপেনার এনামুল হক বিজয় ও ফজলে মাহমুদ রাব্বি মিলে গড়েন ৬৪ রানের জুটি। দুজনের রাশই টেনেছেন এবাদত। ২৩ করে ফেরেন এনামুল, ৪০ করে আউট হন মাহমুদ।
তিনে নেমে শুরুটা ঠিকঠাক করলেও ইমরুল কায়েস আউট হয়ে যান ২৬ রান করে। আগের রাউন্ডে জোড়া সেঞ্চুরি করা অভিজ্ঞ তুষার ইমরানকে আউট করে উইকেট নেওয়া শুরু মোশাররফ হোসেনের। ১১৩ রানে ৪ উইকেট খুইয়ে বিপদে পড়া দলকে দিশা দেখানোর চেষ্টায় ছিলেন নুরুল হাসান সোহান ও মোহাম্মদ মিঠুন। নতুন স্পেলে ফিরে এই দুজনেই আউট করে দেন এবাদত।
ইনিংসের বাকিটা শেষ করে দেন মোশাররফ। এই স্পিনারের তোপে ৩৬ রানের মধ্যেই শেষ ৬ উইকেট হারায় দক্ষিণাঞ্চল।
প্রতিপক্ষকে দুশো রানের আগে গুটিয়ে ব্যাট হাতেও চনমনে মধ্যাঞ্চল। সাইফ হাসান ও সাদমান ইসলাম মিলে উদ্বোধনী জুটিতেই করেন ৪৭ রান। সাইফের আউটের পর আব্দুল মজিদের সঙ্গে ৮২ রানের জুটি গড়ে উঠে সাদমানের। ৪৪ করে মজিদ ফিরলেও ফিফটি তোলে দিনশেষে অপরাজিত সাদমান।
Comments