পুলিৎজার বিজয়ীদের দলে বাংলাদেশের পনির হোসেন
সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুলিৎজার পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের আলোকচিত্রী বাংলাদেশের মোহাম্মদ পনির হোসেন।
বিশ্ব সংবাদমাধ্যমগুলো জানায়, পুলিৎজার পুরস্কার পাওয়া রয়টার্স আলোকচিত্রীদের দলে রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী।
মিয়ানমারে নির্যাতিত হয়ে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ছবি তুলে পনির এই সম্মানজনক পুরস্কার প্রাপ্তদের একজন হলেন।
রয়টার্সের এডিটর-ইন-চিফ স্টেফেন জে অ্যাডলার জানান, “রোহিঙ্গা শরণার্থীদের ছবিগুলো শুধুমাত্র মানবিক বিপর্যয়ের কথাই তুলে ধরেনি সেই সঙ্গে তুলে ধরেছে আলোকচিত্রীদের দায়িত্বও।”
পনিরের সেই পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো ২০১৭ সালের ১২ নভেম্বর তোলা হয়েছে। ছবিগুলোতে দেখা যায় শরণার্থী রোহিঙ্গারা নিরাপদ আশ্রয়ের জন্যে নদীপথে বাংলাদেশে আসার চেষ্টা করছেন।
পনিরের তিনটি ছবির মধ্যে একটিতে রয়েছে নৌকাডুবিতে মারা যাওয়া এক রোহিঙ্গা শিশুকে নিয়ে তার মায়ের আহাজারি।
এক ফেসবুক পোস্টে পনির বলেন, “চমৎকার খবর!!!! মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে পরিচালিত নৃশংসতা তুলে ধরার জন্যে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুলিৎজার পুরস্কার পেয়েছে রয়টার্স। সেই টিমের অংশ হতে পারায় আমি খুবই গর্বিত।”
উল্লেখ্য, গত ১৬ মে রয়টার্সের আলোকচিত্রী বিভাগ পুলিৎজার পুরস্কার লাভ করে। সেই বিভাগে বিজয়ী আলোকচিত্রীদের একজন মোহাম্মদ পনির হোসেন।
Comments