আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

আফগানিস্তানের আমন্ত্রণে জুনে একটি ওয়ানডে সিরিজ খেলার আলোচনা চলছিল। দুই বোর্ডের মধ্যে কথা চালচালির পর বদলে গেছে সংস্করণ। আফগানদের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ

আফগানিস্তানের আমন্ত্রণে জুনে একটি ওয়ানডে সিরিজ খেলার আলোচনা চলছিল। দুই বোর্ডের মধ্যে কথা চালচালির পর বদলে গেছে সংস্করণ। আফগানদের সঙ্গে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে বোর্ড সভাপতি আফগানিস্তান সিরিজের ধরণ চূড়ান্ত হওয়ার কথা জানান। জুনের প্রথম সপ্তাহে সিরিজটি হওয়ার কথা থাকলেও সময়সূচী চূড়ান্ত হয়নি বলে জানান নাজমুল, ম্যাচের সংখ্যা নিয়ে সিদ্ধান্ত হওয়ার পর সূচি জানানো হবেম

 ‘আমরা তিনটির কথা বলেছিলাম, ওরা অনুরোধ করেছে চারটি টি-টোয়েন্টি খেলতে। আমি বলেছি, এখানে আমার কিছু বলার নেই। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলে আমাদের ক্রিকেট অপারেশন্স এটা ঠিক করবে।‘

ফরম্যাটের সঙ্গে ভেন্যু নিয়েও দুনোমনো চলছিল। বাংলাদেশ চাইছিল মুম্বাই, বেঙ্গালুরু কিংবা কলকাতায় খেলতে। তবে ওসব ভেন্যু আফগানিস্তানের জন্য ব্যবস্থা করা কঠিন হওয়ায় দেরাদুন ধরে নিয়েই এগুচ্ছে বিসিবি,

‘ভেন্যু দেরাদুনই ঠিক আছে এখনও। অন্যান্য যে সব ভেন্যু নিয়ে আলোচনা ছিল, বেঙ্গালুরু বা মুম্বাই বা অন্যান্য জায়গা আমরা চিন্তা-ভাবনা করছিলাম, সমস্যা হলো সে সব এখন ফাঁকা নেই। এই মুহূর্তে অন্য কোনো ভেন্যুর নিশ্চয়তা আমরা ওদের কাছ থেকে পাচ্ছি না। অন্তত ১৫ দিন আগেও ভেন্যু না জানানো হলে এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায়। এজন্য আমরা ধরেই নিচ্ছি যে দেরাদুনেই হবে।‘

ওয়ানডের বদলে কেন টি-টোয়েন্টিতে বদলে গেল তার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবি প্রধান,  ‘আমাদের টি-টোয়েন্টি খুবই কম। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। খুব সামনে না, তবে যে সময় আছে, এখানে টি-টোয়েন্টি খেলাই নেই। বেশিরভাগই আছে টেস্ট ও ওয়ানডে। এজন্য আমরা চেয়েছি টি-টোয়েন্টি খেলাই ভালো।’

যদিও পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২০ সালে। তার আগে ২০১৯ সালে হবে ওয়ানডে বিশ্বকাপ।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago