‘এক মাসের মধ্যেই আসছে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন’
ক্রিকেটকে তৃণমূলে ছড়িয়ে দিতে বহুল প্রতীক্ষিত আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের রূপরেখা চূড়ান্ত করেছে বিসিবি। আগামী ১৫ দিনের মধ্যেই খসড়া প্রস্তাব পাস করা হবে। মাসখানেকের মধ্যেই এর কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।
বুধবার বিসিবি পরিচালনা পর্ষদের সভা শেষে বিভাগীয় পর্যায়ে ক্রিকেট বিকেন্দ্রীকরণের বড় ধাপ পেরুনোর খবর দেন বিসিবি প্রধান নাজমুল হাসান, ‘আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের খসড়া চূড়ান্ত হয়ে গেছে। আজ বোর্ডে পেলে আজই এটা ফাইনাল হয়ে যেত। তারপরও ১৫ দিন সময় দিয়েছি। দুই সপ্তাহর মধ্যে চূড়ান্ত প্রস্তাব আসবে এবং এক মাসের মধ্যে আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সব কার্যক্রম আমরা শুরু করব।’
অনেকদিন থেকে আঞ্চলিক ক্রিকেট সংস্থা করার আলাপ থাকলেও আলোর মুখ দেখছিল না এর রূপরেখা। বিষয়টি বিসিবির কাছে জটিল নয় বলেই বুঝে উঠতে লাগছল সময়, ‘জটিলতা কিছু ছিল না। কীভাবে করব এটাই আগেই চিন্তা ছিল না। প্রথমে একটা ড্রাফট করা হয়,ওটা নিয়ে রিফাইন করা হয়।আলাপ –আলোচনা হয়। এই করতে করতে একটা শেষ জায়গায় শেষ হয়ে এসেছে।’
প্রাথমিক প্রস্তাবনায় আঞ্চলিক একাডেমির কথা না থাকায় সেটা যুক্ত করেই আসছে নতুন কাঠামো, সেকারণেও দেরি হচ্ছিল বলে জানান নাজমুল, ‘দেরি হচ্ছিল কারণ এটার সঙ্গে যোগ করতে যাচ্ছে রিজিওনাল একাডেমি, প্রথম প্রস্তাবে একাডেমি কথা ছিল না। আমরা চাচ্ছিলাম একাডেমিও হোক। ঢাকায় আছে। এখন যদি খুলনা, সিলেট এসব জায়গায় একাডেমি করে ফেলি তখন এসব জায়গায় আর চাপ পড়ে না।’
Comments