সৌদি আরবে ৬ বাংলাদেশি নিহত
সৌদি আরবে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ছয় জন বাংলাদেশি নিহত হয়েছেন। গত বুধবার দেশটির হা’ইল শহরে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই সহোদর রয়েছেন।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। তারা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর গ্রামের আব্দুল হকের দুই ছেলে ছেলে ইমরানুল হক সোহেল (৩৪) ও ইমামুল হক মুন্না (২২)। এছাড়া আরেকজন হলেন, ওই উপজেলারই শ্রীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)।
আরও যে তিনজন নিহত হয়েছেন তাদের মধ্যে একজনের বাড়ি ফেনী ও একজনের বাড়ি নোয়াখালী। তারা সবাই শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতই মঙ্গলবার রাতে তারা তাদের ঘরে ঘুমিয়ে ছিল। মধ্যরাতের পর গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ হলে সেখানেই তারা মারা যায়।
Comments