‘জিরো’-র শুটিংয়ে যুক্তরাষ্ট্রের স্পেস অ্যান্ড রকেট সেন্টারে যাচ্ছেন শাহরুখ-আনুশকা

পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রের আলাবামায় অবস্থিত স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। সেই শুটিংয়ে অংশ নিবেন শাহরুখ খান এবং আনুশকা শর্মাসহ টিমের সদস্যরা।
Zero Shooting
মুম্বাইয়ে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনসুলেটে একজন মার্কিন কর্মকর্তার সঙ্গে শাহরুখ খান এবং আনুশকা শর্মা। ছবি: টুইটার থেকে নেওয়া

পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রের আলাবামায় অবস্থিত স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। সেই শুটিংয়ে অংশ নিবেন শাহরুখ খান এবং আনুশকা শর্মাসহ টিমের সদস্যরা।

যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি হিসেবে মুম্বাইয়ে অবস্থিত দেশটির কনসুলেটে যান কিং খান, ‘জব তক হ্যায় জান’-এর অভিনেত্রী এবং পরিচালক আনন্দ।

কনসুলেটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে গতকাল (১৮ এপ্রিল) সাক্ষাৎ প্রার্থীদের কয়েকটি ছবি পোস্ট করে তাঁদের সঙ্গে চমৎকার আড্ডা দেওয়া কথা জানানো হয়।

যুক্তরাষ্ট্রের রকেট সেন্টারে ‘জিরো’ ছবির শুটিংয়ের কথা উল্লেখ করে আলাবামাতে শিল্পী-কলা-কুশলীদের সুন্দর সময় কাটানোর আশাবাদও ব্যক্ত করা হয় টুইটার বার্তায়।

উল্লেখ্য, বহুল আলোচিত রোমান্টিক ছবি ‘জিরো’ বড়দিন উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Comments