খালেদার স্বাস্থ্যের অবনতি হলে দায় সরকারের: ফখরুল
কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার সম্পূর্ণ দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ফখরুল আজ বলেন, “খালেদাকে মুক্তি দিয়ে তার পছন্দমত ডাক্তারকে দিয়ে হাসপাতালে চিকিৎসা করানোর এখনও সময় আছে।”
এসময় খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি না করে তাকে মুক্তি দিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, গত ১০ দিন থেকে পরিবার ও দলের সদস্যরা খালেদার সাথে দেখা করতে পারেননি। এর ফলে উদ্বেগ আরও বেড়েছে।
এই অবস্থায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি হলে তার দায় সরকারকেই নিতে হবে এমনটাই জানালেন ফখরুল।
Comments