এখনো মাশরাফির টি-টোয়েন্টিতে ফেরার আশায় নির্বাচকরা
বোর্ড প্রধানের আহবানেও টি-টোয়েন্টিতে ফেরার ব্যাপারে সাড়া দেননি মাশরাফি বিন মর্তুজা। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এখনো ছাড়ছেন না আশা। টি-টোয়েন্টিতে বোলার মাশরাফির প্রয়োজনীয়তার কথা ফের জানিয়েছেন তিনি।
মঙ্গলবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এর শেষ রাউন্ড। খুলনায় দক্ষিণাঞ্চলের হয়ে চারদিনের ম্যাচে মাঠে নামবেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি। এখনো টেস্ট থেকে অবসর না নেওয়া মাশরাফির দীর্ঘ পরিসরে ফিরবেন কিনা এই নিয়ে আছে আলাপ। তবে প্রধান নির্বাচকের চোখ টি-টোয়েন্টির দিকে,
‘এটা (টেস্টে ফেরা) পুরোপুরি ওর এবং বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশ দেওয়া হবে ওভাবে আগাব। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় তাহলে খেলবে। কিন্তু আমরা চাচ্ছি, টি-টোয়েন্টিতে ও ফিরুক,ওখানে ওকে আমাদের বেশি দরকার।’
বাংলাদেশের পরের টি-টোয়েন্টি সিরিজ জুনে আফগানিস্তানের বিপক্ষে। প্রথমে ওয়ানডে হওয়ার কথা থাকলেও ফরম্যাট বদলে টি-টোয়েন্টিই খেলতে চায় বিসিবি। বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে চোটে থাকলেও সিরিজের আগে সবাইকেই পাওয়ার আশা মিনহাজুলের, ‘আমাদের কাছে যেটা আপডেট আছে, লম্বা কারও চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম খেলোয়াড়দের পাব। আমাদের মেইন টিমকেই খেলানোর কথা ভাবছি। ’
টি-টোয়েন্টির র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উপরে আছে আফগানরা। তাদের বিপক্ষে সিরিজে তাই কোনরকম হেলাফেলা করার অবস্থা নাই বাংলাদেশের। সব ঠিক থাকলে পূর্ণ শক্তির দল নিয়েই ভারতে যাওয়ার আশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘আমাদের মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার ব্যাপারে নির্দেশ দেওয়া হয় নি। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ, আমাদের সেরা দলটাই ওদের বিপক্ষে খেলবে।’
Comments