ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশে সাকিব-তামিম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের বিশ্ব একাদশে ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩১ মে লর্ডসে ক্যারিবিয়ানে হ্যারিক্যানের আঘাতে লণ্ডভণ্ড মাঠ সংস্কারের অর্থ সংগ্রহ করতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
Shakib & Tamim
একসঙ্গে ব্যাট করছেন সাকিব-তামিম, ফাইল ছবি : ফিরোজ আহমেদ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের বিশ্ব একাদশে ডাক পেয়েছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ৩১ মে লর্ডসে ক্যারিবিয়ানে হ্যারিক্যানের আঘাতে লণ্ডভণ্ড মাঠ সংস্কারের অর্থ সংগ্রহ করতে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বিশ্ব একাদশে সাকিব-তামিমদের অধিনায়ক হিসেবে থাকছেন ইংল্যান্ড ওয়ানডে দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। একাদশে আছেন পাকিস্তানের শহীদ আফ্রিদি ও শোয়েব মালিক। খেলবেন শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসিরা পেরেরা। আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান ডাক পেয়েছেন এই বিশ্ব একাদশে। সোমবার এদের খেলার কথা নিশ্চিত করেছে আইসিসি।

গত বছর হ্যারিক্যান ইরমা ও মারিয়ার আঘাতে ক্ষতিগ্রস্ত হয় ক্যারিবিয়ান দ্বীপের স্টেডিয়াম। স্টেডিয়াম সংস্কারে অর্থ সংগ্রহের এই ম্যাচে অংশ নিতে পারা এবং বিশ্ব একাদশে থাকতে পারায় ভীষণ উচ্ছ্বসিত তামিম, ‘আরও একবার বিশ্ব একাদশে ডাক পেয়ে আমি উচ্ছ্বসিত। ক্রিকেট খেলাটায় ওয়েস্ট ইন্ডিজের অবদান অনবদ্য। তাদের ক্ষতিগ্রস্ত ভেন্যু সংস্কারের জন্য অর্থ সংগ্রহে অবদান রাখতে পারা হবে ভীষণ আনন্দের।’

বিশ্ব একাদশের বাকিদের নাম এখনো চূড়ান্ত হয়নি। ম্যাচটিতে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কত্ব করবেন কার্লোস ব্র্যাথওয়েট।

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: স্যাম্যুয়েল বাদ্রি, কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), রায়াড এমরিট, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, এভিন লুইস, অ্যাশলে নার্স, কেমু পল, রোবমান পাওয়েল, দীনেশ রামদিন, আন্দ্রে রাসেল, মারলন স্যামুয়েলস, কেসরিক উইলিয়ামস।

Comments

The Daily Star  | English

Protesters stage sit-in near Bangabhaban demanding president's resignation

They want Shahabuddin to step down because of his contradictory remarks about Hasina's resignation

40m ago