কেট-উইলিয়ামের ঘরে নতুন রাজপুত্র

ব্রিটেনের রাজ দম্পতি উইলিয়াম এবং কেট মিডলটনের ঘরে এসে নতুন অতিথি। এই নতুন অতিথি এই দম্পতির তৃতীয় সন্তান।
কেনসিংটন প্রাসাদ থেকে বলা হয়, আজ (২৩ এপ্রিল) পশ্চিম লন্ডনের সেন্ট মেরি হাসপাতালে স্থানীয় সময় সকাল ১১টার দিকে তৃতীয় সন্তান বা দ্বিতীয় পুত্রের জন্ম দেন ডাচেস অব ক্যামব্রিজ উপাধিধারী কেট মিডলটন।
এই হাসপাতালেই উইলিয়াম-কেট দম্পতির প্রথম পুত্র জর্জ এবং কন্যা শারলটের জন্ম হয়।
বার্তায় আরও বলা হয়, মা ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। নতুন শিশুর জন্মের খবরে রাজ পরিবারের সবাই বেশ খুশি বলেও বার্তায় জানানো হয়।
নতুন শিশুর নাম ঠিক করা হলে পরে তা যথা সময়ে জানিয়ে দেওয়া হবে উল্লেখ করে বার্তায় বলা হয়, এই নামের তালিকায় রয়েছে আলবার্ট, আর্থার, জ্যাক এবং ফ্রেড। এর মধ্যে থেকে পছন্দ মাফিক একটি নাম গ্রহণ করা হবে।
নিয়ম অনুযায়ী নতুন রাজপুত্র হবে ব্রিটিশ সিংহাসনের পঞ্চম উত্তরাধিকার।
Comments