দক্ষিণ আফ্রিকা সফরে টি-টোয়েন্টির নেতৃত্বে ফিরলেন সালমা

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যে বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফের অধিনায়কত্বে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন। ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন রুমানা আহমেদই।
Salma Khatun
ছবি: সংগ্রহ

দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্যে বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বিসিবি। টি-টোয়েন্টি দলে ফের অধিনায়কত্বে ফিরেছেন অলরাউন্ডার সালমা খাতুন। ওয়ানডে দলের অধিনায়ক থাকছেন রুমানা আহমেদই।

দক্ষিণ আফিকায় পাঁচ ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ২৯ এপ্রিল দক্ষিণ আফ্রিকায় যাবে রুমানা-সালমারা।

৪ মে পচেফস্ট্রমে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ওয়ানডে, ৬ মে পরের ম্যাচও একই ভেন্যুতে। ৯  ও ১১ মে কিম্বার্লিতে দুই ওয়ানডে খেলার পর ১৪ মে সিরিজের শেষ ওয়ানডে খেলবে ব্লুমফন্টেইনে।

১৭ মে আবার কিম্বার্লি ফিরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে দুদল। ১৯ ও ২০ মে ব্লমফন্টেইনেই হবে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশ নারী দল: রুমানা আহমেদ (অধিনায়ক, ওয়ানডে), সালমা খাতুন (অধিনায়ক, টি-টুয়েন্টি), নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিন ছন্দা, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুর্শিদা খাতুন ও জাহানারা আলম।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago